HomeBarak-Valleyহাড়ভাঙা খাটুনি, তবু বঞ্চনার শিকার হাইলাকান্দির আনারস চাষিরা।

হাড়ভাঙা খাটুনি, তবু বঞ্চনার শিকার হাইলাকান্দির আনারস চাষিরা।

২৬ জুন, ২০২৫ঃ হাইলাকান্দির কাটলীছড়া রাজস্ব চক্রের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম , গারোদ পুঁজি, রেমাপুঞ্জি, কালীদাসপুঞ্জির অঞ্চল আনারস উৎপাদনের জন্য বিখ্যাত। বরাক উপত্যকার বাজারে আনারসের চাহিদার একটি বড় অংশ পূরণ করে এই অঞ্চল।

জেলা সীমান্তে অবস্থিত মিজোরাম ঘেঁষা এই গ্রাম গুলিতে প্রতিবছর মৌসুম এলেই তরুণ যুবকেরা আনারস বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে থাকেন।

তবে আয়ের সেই চিত্রের উল্টো দিকে রয়েছে চাষিদের দুঃখগাথা। বাজারে একটি আনারসের মূল্য যেখানে ৫০ টাকা, সেখানে খেত থেকে সেই আনারস বিক্রি করে চাষিরা পাচ্ছেন মাত্র ৮ থেকে ১০ টাকা।

চাষিরা অভিযোগ করছেন, সরকার তাদের কোনও আর্থিক সহায়তা বা আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছে না। বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি করেও তারা পাচ্ছেন না উপযুক্ত ফলন বা সহায়তা।

এই অঞ্চলের আনারস স্বাদে-মিষ্টিতে অতুলনীয় হলেও উৎপাদন ব্যাহত হচ্ছে একাধিক সমস্যার কারণে। চাষিরা জানান, বছরের একটি নির্দিষ্ট মৌসুমে ফলন হয়, আর সেই সময়েই তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে।

অঞ্চলের অবকাঠামোগত চিত্রও করুণ। নেই কোনও সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র, নেই মানসম্পন্ন বিদ্যালয়। সরকারের খাতায় কাগজে এই অঞ্চল বিদ্যমান থাকলেও বাস্তবে উন্নয়নের ছোঁয়া এখনও পৌঁছায়নি।

এই পরিস্থিতিতে কালীদাসপুঞ্জির কৃষকরা অসম সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যেন তাদের প্রতি সহানুভূতির দৃষ্টিতে তাকানো হয় এবং বাস্তবিক সাহায্য প্রদান করা হয়। উন্নয়নের মূল স্রোতে এই জনপদকে অন্তর্ভুক্ত করাই এখন সময়ের দাবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img