২৩ জুন, ২০২৫ঃ হাইলাকান্দি পৌর এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য স্বস্তির খবর। করদাতাদের নানা জটিলতা ও বকেয়া সমস্যার প্রেক্ষিতে হাইলাকান্দি পৌরসভা কর রেহাই সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আজ সোমবার এক সাংবাদিক সম্মেলনে পৌরপতি মানব চক্রবর্ত্তী জানান, শহরের বকেয়া করের পরিমাণ প্রায় ৬ কোটি টাকা ছুঁয়েছে। প্রপার্টি অ্যাসেসমেন্টের পর করদাতারা নানা সমস্যায় পড়েছিলেন এবং অনেকেই পুনরায় অ্যাসেসমেন্টের জন্য আবেদন করেছিলেন।
সেই পরিপ্রেক্ষিতেই পৌরসভা নাগরিকদের স্বস্তি দিতে বিশেষ কর রেহাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে নতুন অর্থবছর। নতুন অর্থবছরের প্রথম তিন মাসের মধ্যে যদি করদাতারা তাদের বকেয়া কর জমা দেন, তবে তারা পাবেন ২০ শতাংশ রেহাই।
তবে নির্ধারিত সময়সীমার পর বকেয়া কর জমা দিলে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা আরোপ করা হবে। করদাতারা চাইলে বকেয়া করের পরিমাণ আগামী অর্থবছরের তিন মাসে ভাগ করে পরিশোধ করতে পারবেন।
এছাড়াও, বর্তমান প্রযোজ্য করের উপর ৫ শতাংশ রেহাই দেওয়া হবে, যা ভবিষ্যতেও চালু থাকবে। বিশেষভাবে, যদি কোনো করদাতা এককালীনভাবে অগ্রিম এক বছরের কর আগামী তিন মাসের মধ্যে একসাথে বা তিন মাসে ভাগ করে পরিশোধ করেন , তবে তাঁকে ১৫ শতাংশ রেহাই দেওয়া হবে।
পৌরসভা কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ নাগরিকদের স্বস্তি দেবে এবং পৌরসভার রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব ফেলবে।