HomeAssamআন্তর্জাতিক মাদকদ্রব্য ও শিশু পাচার বিরোধী দিবস পালিত হাইলাকান্দিতে ।

আন্তর্জাতিক মাদকদ্রব্য ও শিশু পাচার বিরোধী দিবস পালিত হাইলাকান্দিতে ।

হাইলাকান্দি, ২৬ জুন: মাদকদ্রব্যের কুফল এবং শিশু পাচারের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলায় আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী ও অবৈধ শিশু পাচার বিরোধী দিবস পালন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে প্রশাসনের আধিকারিক, কর্মচারী এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পদযাত্রাটি জেলা কমিশনার কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখে।

এই উপলক্ষে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন খণ্ড কার্যালয়, সমাজ কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের অধীন বিভিন্ন কার্যালয়েও শোভাযাত্রা ও শপথ গ্রহণের মাধ্যমে সচেতনতা কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন:

গুয়াহাটিতে ডকুমেন্ট ভেরিফিকেশন মিস করা বরাক ও ডিমা হাসাওয়ের প্রার্থীদের জন্য নতুন সুযোগ

শান্তিপূর্ণভাবে মহরম উদযাপনের লক্ষ্যে হাইলাকান্দিতে প্রশাসনিক বৈঠক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img