হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা

Date:

Share post:

হাইলাকান্দি: ৩১ ডিসেম্বরঃ হাইলাকান্দি সদরে কেন্দ্রীয় বিদ্যালয় আগামী শিক্ষাবর্ষে শুরু করার দৌড়ঝাপ  চলছে। কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যে সরসপুরের পার্শ্ববর্তী ইটোরকান্দি গ্রামে হাইলাকান্দি জেলা প্রশাসন আবন্টন করেছে।

কিন্তু এর পূর্বে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে অস্থায়ীভাবে হাইলাকান্দি শহর বা পার্শ্ববর্তী এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয়ের পাঠ্যক্রম শুরু করার জন্য প্রয়াস চালানো হচ্ছে।

এর জন্য হাইলাকান্দির শহরে থাকা ইন্দ্রকুমারী গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গার্লস হোস্টেলকে একটি ভালো বিকল্প হিসেবে দেখছে  শিক্ষা বিভাগ।

তবে এক্ষেত্রে এই স্কুলের অধ্যক্ষ দীপক চক্রবর্তী কোন ধরনের সহযোগিতা করছেন না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উত্থাপিত হচ্ছে।

এ বিষয়ে হাইলাকান্দির জেষ্ঠ নাগরিক সংস্থার, পেনশনার্স ফোরাম ইত্যাদি সংগঠনের সদস্যরা শিক্ষাবিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীব রায় সঙ্গে সাক্ষাৎ করে স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

তাদের মতে , ইন্দ্রকুমারী গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ দীপক চক্রবর্তী বিদ্যালয়ের গার্লস হোস্টেলে দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে থাকছেন। যার জন্য তিনি কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য এই হোস্টেল খালি করতে চাইছেন না।

হাইলাকান্দি সদরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় খোলার দাবি দীর্ঘদিন থেকে হাইলাকান্দিবাসী করে আসছেন। এই ঐতিহাসিক কাজের জন্য সহযোগিতা না করে ইন্দ্র কুমারী গার্লস এর অধ্যক্ষ বাগড়া দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

অতিরিক্ত আয়ুক্ত রায় অবশ্যই সরজমিন তদন্তের পর তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে সংস্থার সদস্যদের জানান।

এদিকে, এই বিষয়ে ইন্দ্রকুমারী গার্লসের অধ্যক্ষ দীপক বাবুকে প্রশ্ন করলে তিনি জানান যে স্কুল পরিচালনা সমিতির রিজোলিউশন অনুযায়ী তিনি হোস্টেলে পরিবার নিয়ে থাকছেন।

তাছাড়া এই হোস্টেলের কয়েকটি কক্ষে এলপি সেকশনের ক্লাস চলে বলেও তিনি জানান। তাই ত্রিতল এই ভুবনে কেন্দ্রীয় বিদ্যালয়ের অস্থায়ীভাবে খোলা বাস্তব চিন্তাধারা নয় বলেও তিনি উল্লেখ করেন।

তবে বিকল্প কোন স্থান না থাকায় হাইলাকান্দির ছাত্র-ছাত্রীদের স্বার্থে হাইলাকান্দির কোন বড় শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয় শুরু করার দাবি বিভিন্ন মহল থেকে আজ উত্থাপন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

নিয়োগ পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন ও বাস পরিষেবা হাইলাকান্দি থেকে শিলচর পর্যন্ত

হাইলাকান্দি , ১১ সেপ্টেম্বর আগামী ১৫ সেপ্টেম্বর শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য...

Govt Employee Killed in Tragic Collision at Katakhal Bypass, Several Injured

HAILAKANDI 11 Sept Today, yet another road accident took place at the Katakhal Bypass, where a collision between an...

Assam Police Bust Multi-Crore Loan Scam, Finally Mastermind Hemanta Kumar Gogoi Arrested”

HAILAKANDI 9 September The Karimganj police have successfully apprehended Hemanta Kumar Gogoi, the mastermind behind a widespread money marketing...

“Mr. and Miss Hailakandi 2024: Champions Crowned Across All Age Groups”

HAILAKANDI 9th Sept On September 1st, PS Entertainment organized the long waited "Mr. and Miss Hailakandi" beauty pageant at...