HomeBarak-Valleyশান্তিপূর্ণভাবে মহরম উদযাপনের লক্ষ্যে হাইলাকান্দিতে প্রশাসনিক বৈঠক

শান্তিপূর্ণভাবে মহরম উদযাপনের লক্ষ্যে হাইলাকান্দিতে প্রশাসনিক বৈঠক

২৫ জুন, ২০২৫ঃ আসন্ন মহরম উপলক্ষে হাইলাকান্দি জেলায় তাজিয়া শোভাযাত্রা ও জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিতব্য শারীরিক প্রদর্শনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার নিসর্গ হিভারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় মহরম উদযাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের নির্দেশিত সব রুলস ও গাইডলাইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় মহরম কমিটিগুলিকে পরিচয়পত্রসহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। তাজিয়া শোভাযাত্রায় কোনও বিতর্কিত কিংবা প্ররোচনামূলক স্লোগান না দেওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয়, পরিবেশ দূষণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে উচ্চমাত্রার শব্দে মাইক ব্যবহার করা যাবে না। জেলা কমিশনার হিভারে মহরম কমিটিকে তাদের স্বেচ্ছাসেবকদের সচেতন রাখার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান, শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলকে লম্বা দড়ির মাধ্যমে সুশৃঙ্খলভাবে রাখার ব্যবস্থা নিতে হবে, যাতে বাইরের কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। এছাড়াও, শোভাযাত্রার সময় সড়কের এক-তৃতীয়াংশ যান চলাচলের জন্য খোলা রাখার নির্দেশ দেন তিনি।

এই প্রশাসনিক বৈঠকে দুই বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ও নিজাম উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের দুই সদস্য আফতাব উদ্দিন লস্কর ও দিলোয়ার হোসেন বড়ভূঁইয়া, মহরম কমিটির বিভিন্ন কর্মকর্তাসহ জেলার প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img