HomeBarak-Valleyঅসমে আর নয় ক্যান্সার চিকিৎসার জন্য অর্থের চিন্তা, সরকার ও টাটা গ্রুপের...

অসমে আর নয় ক্যান্সার চিকিৎসার জন্য অর্থের চিন্তা, সরকার ও টাটা গ্রুপের যৌথ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা।

২৭ জুন, ২০২৫ঃ অসমে ক্যান্সার চিকিৎসা এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ব্যয়বহুল এই রোগের চিকিৎসা এখন থেকে মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। অসম সরকার এবং টাটা গ্রুপের যৌথ উদ্যোগে অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এর অধীনে রাজ্যের প্রতিটি জেলায় খোলা হয়েছে ক্যান্সার স্ক্রিনিং সেন্টার বা ওপিডি।

এই স্ক্রিনিং সেন্টারে রোগী শনাক্ত হলে তারা রেশন কার্ড এবং আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা লাভ করতে পারবেন। এখানে ধনী-গরিব কিংবা মধ্যবিত্ত – সকলের জন্যই সমান চিকিৎসা সুযোগ রাখা হয়েছে।

বরাক উপত্যকার শিলচরে চালু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত L2 ক্যান্সার হাসপাতাল, যেখানে শুধু ক্যান্সার রোগীরাই নয়, সাধারণ রোগীরাও আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন টেস্ট করাতে পারবেন অর্ধেক মূল্যে। আয়ুষ্মান কার্ডধারীদের জন্য এই সুবিধাও থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।

হাইলাকান্দির এসকে রায় হাসপাতালের স্ক্রিনিং সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. অহিমিক বিশ্বাস জানিয়েছেন, শুধুমাত্র হাসপাতালে নয়, প্রতিটি গ্রামেও ক্যান্সার সনাক্তকরণে চলছে ‘আর্লি ডিটেকশন স্ক্রিনিং ক্যাম্প’। এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ছোটখাটো রোগকেও নজরে এনে, ক্যান্সারে রূপ নেওয়া রোধ করা হচ্ছে।

ডা. বিশ্বাস আরও জানান, যদি ক্যান্সার ধরা পড়ে, তবে অসমে স্থাপিত টাটা গ্রুপের হাসপাতালগুলিতে রাজ্য সরকারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করানো হবে।

তবে, চিকিৎসার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে জানানো এবং সঠিক সময়ে চিকিৎসার সুবিধা নিতে উৎসাহিত করাই এখন প্রধান লক্ষ্য।

আরও পড়ুন:

আন্তর্জাতিক মাদকদ্রব্য ও শিশু পাচার বিরোধী দিবস পালিত হাইলাকান্দিতে ।

হাড়ভাঙা খাটুনি, তবু বঞ্চনার শিকার হাইলাকান্দির আনারস চাষিরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img