রাজ্যসভা সাংসদ অজিত ভূঞা ও আরও ৯ জনের বিরুদ্ধে ২৪০ পৃষ্ঠার চার্জশিট পেশ করল মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেল
মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেল (CM’s SVC) রাজ্যসভা সাংসদ অজিত ভূঞা ও আরও ৯ জনের বিরুদ্ধে সরকার-অনুদিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অর্থনৈতিক অনিয়মের অভিযোগ তুলে একটি ২৪০ পৃষ্ঠার চার্জশিট স্পেশাল জজ আদালতে দাখিল করেছে।
তবে অজিত ভূঞাকে গ্রেফতার করা হবে না, বরং তিনি বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে আদালতে হাজির হবেন।
তদন্তে ৪৪টি প্রকল্পস্থলের কার্যক্রম খতিয়ে দেখা হয়, যেখানে গুরুতর অনিয়মের প্রমাণ মেলে। এর মধ্যে ২২টি স্থানে অনুমোদিত অর্থ ছাড় হলেও কোনও নির্মাণকাজই হয়নি। ১৭টি স্থানে আংশিক কাজ হয়েছে, তবে অভিযোগ উঠেছে যে ঠিকাদারেরা ভুয়ো ও অতিরঞ্জিত বিলের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।
চার্জশিটে সাংসদ অজিত ভূঞার বিরুদ্ধে তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া চার্জশিটে আরও নাম রয়েছে অসম সিভিল সার্ভিস (ACS)-এর দুই আধিকারিক, এক হিসাবরক্ষক এবং স্থানীয় নির্মাণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সাতজন সচিবের।