২৬ জুন ২০২৫ঃ অরুণোদয় ৩.০ প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্ট তৈরির পর হাইলাকান্দি জেলায় এক দালালচক্র সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র অনুযায়ী, এই দালালরা গ্রামে গ্রামে গিয়ে নিরীহ গ্রামবাসীদের কাছ থেকে অরুণোদয় সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করছে।
এই পরিস্থিতিতে রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদের সদস্য দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া সংবাদ মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, এই ধরনের বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “যদি এই দালালচক্র তাদের কার্যকলাপ বন্ধ না করে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে জেলে পাঠানো হবে।”
তিনি আরও জানান, সরকারি প্রকল্প পাওয়ার জন্য কারও ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। তাঁর আওতাধীন এলাকার বাসিন্দাদের প্রতি তিনি অনুরোধ করেন, কেউ যেন দালালের ফাঁদে না পড়েন এবং যদি এই ধরনের কেউ যোগাযোগ করে, তবে সঙ্গে সঙ্গে তাকে (দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া) জানাতে আহ্বান জানান।
এদিকে, জেলার বিভিন্ন প্রান্তে এই দালালচক্রের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবি জানাচ্ছেন সচেতন নাগরিকরা।