হাইলাকান্দি, ২৩ জুন, ২০২৫ঃ হাইলাকান্দিতে সোমবার সাতসকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জেলার বাগমারা পয়েন্টে এই দুর্ঘটনা সংঘটিত হয়, যেখানে একটি অটো রিস্কাকে পিছন থেকে একটি বাগানের লড়ি ধাক্কা মারলে অটোটি উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীভূমি থেকে একটি ট্রাক শিলচরের দিকে যাচ্ছিল এবং একই সময়ে অটো রিস্কাটি বাগমারা পয়েন্ট থেকে হাইলাকান্দির দিকে মোড় নিলে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাকটি (রেজিস্ট্রেশন নম্বর AS24-1613) অটো রিস্কাটিকে ধাক্কা মারে।
ধাক্কার ফলে অটো উল্টে যায় এবং অটোতে থাকা একাধিক যাত্রী গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় কালিনগর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পাঁচগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে।