হাইলাকান্দি, ২৬ জুন: শিল্প উদ্যোগে ব্যক্তিত্বের বিকাশ, পেশাগত উৎকর্ষতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হাইলাকান্দিতে বৃহস্পতিবার এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন ও হাইলাকান্দি জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এস এস কলেজের প্রেক্ষাগৃহে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন হাইলাকান্দির অ্যাসিস্ট্যান্ট কমিশনার জনাদি লাঙতাছা। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “এ ধরনের কর্মশালা উদ্যোক্তাদের ক্ষমতায়নে সহায়ক, যা আধুনিক ব্যবসায়িক পরিবেশে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ।”
কর্মশালায় ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) সম্পর্কে আলোচনায় রিসোর্স পারসন জয়ন্ত দে বলেন, “স্থানীয় উৎপাদকদের জাতীয় বাজারে প্রবেশের জন্য ONDC একটি সুবর্ণ সুযোগ। এটি ডিজিটাল প্ল্যাটফর্মে দৃশ্যমানতা ও প্রতিযোগিতার সুবিধা প্রদান করে।”
এছাড়াও, কর্মশালায় ‘জিরো ডিফেক্ট জিরো ইফেক্ট’ সার্টিফিকেশন, লিন ম্যানুফ্যাকচারিং, এনার্জি অডিট, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং ডিকার্বোনাইজেশন-এর মতো বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অশোক ভিরেন্ডার, আতোয়ার মল্লিক, সাইফুল ইসলাম, সত্যদেব ত্রিবেদী, রাশেদ সালেহ এবং ইমদাদুর হক।
জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদা ইয়াসমিন জানান, কর্মশালায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান যোজনার মতো বিভিন্ন প্রকল্প সম্পর্কেও তথ্য প্রদান করা হয়। এতে মোট ১৫০ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: