২৪ জুন, ২০২৫ঃ গুয়াহাটিতে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার অন্তর্গত চলতি সপ্তাহে অনুষ্ঠিত ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারা বরাক উপত্যকার তিন জেলা ও ডিমা হাসাও জেলার প্রার্থীদের জন্য স্বস্তির খবর।
স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ফর ক্লাস ফোর পোস্ট-এর সচিব এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, জাটিঙ্গা-লামপুই রেলপথ সেকশনে ভূমিধস এবং এর ফলে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কারণে অনুপস্থিত প্রার্থীদের জন্য পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশন ও সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন তারিখ খুব শীঘ্র কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.sebaonline.org -এ প্রকাশ করা হবে।
যেসব প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে পারেননি, তারা ওই নতুন তারিখ অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।
এই সিদ্ধান্তে বরাক উপত্যকা ও ডিমা হাসাওয়ের বহু চাকরি প্রত্যাশীর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে ধারণা করা হচ্ছে।