HomeAssamগুয়াহাটিতে ডকুমেন্ট ভেরিফিকেশন মিস করা বরাক ও ডিমা হাসাওয়ের প্রার্থীদের জন্য নতুন...

গুয়াহাটিতে ডকুমেন্ট ভেরিফিকেশন মিস করা বরাক ও ডিমা হাসাওয়ের প্রার্থীদের জন্য নতুন সুযোগ

২৪ জুন, ২০২৫ঃ গুয়াহাটিতে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার অন্তর্গত চলতি সপ্তাহে অনুষ্ঠিত ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারা বরাক উপত্যকার তিন জেলা ও ডিমা হাসাও জেলার প্রার্থীদের জন্য স্বস্তির খবর।

স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ফর ক্লাস ফোর পোস্ট-এর সচিব এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, জাটিঙ্গা-লামপুই রেলপথ সেকশনে ভূমিধস এবং এর ফলে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কারণে অনুপস্থিত প্রার্থীদের জন্য পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশন ও সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন তারিখ খুব শীঘ্র কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.sebaonline.org -এ প্রকাশ করা হবে।

যেসব প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে পারেননি, তারা ওই নতুন তারিখ অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।

এই সিদ্ধান্তে বরাক উপত্যকা ও ডিমা হাসাওয়ের বহু চাকরি প্রত্যাশীর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img